Showing posts with label earn by facebook. Show all posts
Showing posts with label earn by facebook. Show all posts

Thursday, September 13, 2012



যারা অনলাইনে কাজ করতে চান কিন্তু ভাল পেমেন্ট দেয় এমন সাইট পাচ্ছেন না । তাদেরকে আমি একটি সুখবর দিচ্ছি । এই সাইটটি হলো http://shareyt.com/?r=1792 . আপনি এই সাইটে ফ্রি রেজিষ্টেশন করে কাজ করতে পারবেন কোন টাকা লাগবে না । মাসে এই সাইট থেকে ৬,০০০/– টাকা থেকে ৮,০০০/– টাকা ইনকাম করতে পারবেন সহজেই।তবে আপনাকে কাজ করতে হবে । আমি একটি হিসাব করে দেখেছি যে  দৈনিক যদি আপনি এই সাইটের জন্য এক ঘন্টা ব্যয় করেন তাহলে মাসে এক হাজার টাকা আয় করতে পারবেন, যদি  দৈনিক দুই ঘন্টা করে সময় ব্যয় করেন তাহলে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন । এই ভাবে যে যত সময় দেবে বা কাজ করতে তার ইনকাম তত বেশী হবে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে বা কাজের কৌশল সঠিকভাবে নির্ধারন করতে হবে। 

এইসাইট থেকে টাকা পওয়া যায়  বিকাশ এর মাধ্যমে । একটি বিকাশ একাউন্ট থেকে মোট ৫টি একাউন্টের টাকা উঠানো যায়। এছাড়াও কয়েন ট্রান্সফার সিস্টেম আছে। এক একাউন্ট থেকে অন্য একাউন্টে কয়েন ট্রান্সফার করা যায় খুব সহজেই । প্রতিসপ্তাহের বৃহস্পতিবার রাত  ১২ টার মধ্যে ক্যাশ আউট করতে হবে। তাহলে শুক্রবার অথবা শনিবারের মধ্যে আপনার বিকাশ একাউন্টে টাকা চলে আসবে । 


এখন বলছি কিভাবে কাজ করবেন ঃ  

 প্রথমে আপনার জিমেইল একাউন্ট ওপেন করুন অথবা সাইন ইন করুন । তারপর  http://shareyt.com/?r=1792  এই লিঙ্কটি কপি করে আপনার ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলে পেষ্ট করুন । এরপর  রেজিষ্টেশন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে  রেজিষ্টেশন সম্পন্ন করুন। এর পর আপনার জিমেইল একাউন্টে গিয়ে ইনবক্সে একটি লিঙ্ক পাবেন রেজিষ্টেশনকৃত সাইটের, যদি ইনবক্সে না পান তাহলে স্পাম্প ফোল্ডারের মধ্যে পাবেন । এই লিঙ্কটি ক্লিক করুন এবং আপনার রেজিষ্টেশনকৃত সাইটে যান । ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর আপনাকে জিমইল  একাউন্টের প্রফাইল ইউআরএল কপি করতে হবে তারপর shareyt একাউন্টের settings  এ ক্লিক করে ৫ নং লাইনের নিচে  একটা ফাঁকা বক্স পাবেন সেখানে গুগোল প্লাস একাউন্টের ইউগুগোল পেষ্ট করতে হবে । এই ভাবে আপনার টুইটার একাউন্টের ইউজার নেইম, পিইন্টারেষ্ট এর ইউজার নেইম ইত্যাদি সাইটের ইউজার নেইম দিয়ে সেটিংস ঠিক করে নিতে হবে। 

তারপর কাজ করার জন্য  shareyt একাউন্টের উপরে Earn Coins বাটনে মাউস পয়েন্টার রাখলেই নিচে কাজের লিষ্ট দেখতে পারবেন সেখানে প্রথমে গুগল প্লাস ভোট, লিঙ্কন্ডইন শেয়ার, টুইটার রিটুইট ইত্যাদি কাজ করুন এবং কয়েন আর্ন করুন । ১০০০ কয়েন সমান ১ ডলার। একটি একাউন্টে যখন ২৫০০ কয়েন হবে অর্থাৎ ২ ডলার হবে তখন ক্যাশ আউট করা যাবে বিকাশের মাধ্যমে। এছাড়াও ২৫০ কয়েন হলে অন্য একাউন্টে কয়েন ট্রান্সফার করা যাবে। 

সর্বশেষে বলতে চাই আমি দুই বছর  যাবৎ এই সাইটে কাজ করছি এবং প্রতি সপ্তাহে ১২০০ টাকা হতে ১৫০০ টাকা তুলছি । আমি দুই বছর  যাবৎ এই সাইট থেকে প্রতি সপ্তাহে ১২০০ টাকা হতে ১৫০০ টাকা উপার্জন করছি । সুতরাং আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এই সাইটে কাজ করে কিভাবে টাকা উপার্জন করা যায়। ধন্যবাদ ।।